বাংলাদেশ দূতাবাস বৈরুতের উদ্যোগে এবং ইউনিফিলে নিয়োজিত বাংলাদেশ নৌ-বাহিনীর মেডিকেল টিমের সহযোগিতায় লেবানন প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে দেশটিতে অবস্থিত বাংলাদেশিদের জন্য দূতাবাসের পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে।
Advertisement
৬ ডিসেম্বর দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আগামী রোববার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দূতাবাসের হলরুমে এ সেবা প্রদান করা হবে।
উল্লিখিত সময়ে দূতাবাসে উপস্থিত হয়ে সাধারণ স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করার জন্য আগ্রহী সকল প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়াও স্বাস্থ্যসেবা গ্রহণে ইচ্ছুক সকল প্রবাসীদেরকে দূতাবাসের হটলাইন নম্বর- ৭০৬৩৫২৭৮-এ টেলিফোন করে অথবা Whatsapp massage পাঠিয়ে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ওয়াসীম আকরাম লেবানন থেকে/এমআরএম/জেআইএম
Advertisement