বোস্টন ডাইনামিকস নামে গুগলের রোবট বানানোর একটি প্রতিষ্ঠান রয়েছে। এবার এই প্রতিষ্ঠানটি একটি রোবট বানিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও-তে দেখা যায়, মানুষের সমান একটি রোবট বনের মধ্য দিয়ে হেঁটে বেড়াচ্ছে।‘অ্যাটলাস’ নামের রোবটটির উচ্চতা ছয় ফুট। এটিকে চলার জন্যে পেছনে শক্তি জোগানোর জন্যে তার সংযুক্ত করা ছিল।প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, দুই পায়ের রোবটটি মানুষের মতোই চলাচলে সক্ষম। এটা জিনিস তুলতে পারে এবং চারদিকে চলাচলে সক্ষম। এছাড়া রোবটটিকে বনে ছেড়ে দিয়ে একটি পরীক্ষাও চালানো হয়েছে। চ্যালেঞ্জিং পরিবেশে তা চলাচল করতে পারে কিনা তা যাচাই করে দেখা হয়। যেহেতু বনের মধ্যে রোবটটি দিব্যি নিজের পথ খুঁজে নিয়ে চলাচল করছে, কাজেই এটি আরো কঠিন কাজ করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এসআইএস/পিআর
Advertisement