চলতি (ডিসেম্বর) মাসের ১ তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বেশ কয়েকদিন টঙ্গির ময়দানে তাবলিগ জামাতের সাথীদের আমল, ইবাদত এমনকি ময়দানে অবস্থিত টিনশেড মসজিদে আজান-নামাজও বন্ধ ছিল। বেশ কয়েকদিন বন্ধ থাকার পর পুনরায় আমলে ফিরছে টঙ্গির ময়দান মসজিদ।
Advertisement
তবে নির্বাচনের আগে বড় কোনো আয়োজন অনুষ্ঠিত হবে না। এ ব্যাপারে আইন-শৃঙ্খলবাহিনীর বিশেষ নির্দেশনা রয়েছে।
কাকরাইল মারকাজ সূত্রে জানা গেছে যে গত শুক্রবার জুমআর নামাজ আদায়ের মাধ্যমে টঙ্গির ইজতেমা ময়দানে ফের আজান-নামাজসহ আমল-ইবাদত শুরু হয়েছে।
টঙ্গির ইজতেমা ময়দানের টিনশেড মসজিদে আগের মতো আমল শুরু হলেও পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকতেব।
Advertisement
আরও পড়ুন > তাবলিগের আমির হতে মাওলানা সাদ বেপরোয়া হয়ে ওঠেন যেভাবে
উল্লেখ্য যে টঙ্গির বিশ্ব ইজতেমা ময়দানে গত ৩০ নভেম্বর থেকে মাওলানা সাদ পন্থীদের এবং ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত আলেম-ওলামাদের নিয়মতান্ত্রিক জোড় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দ্বন্দ্ব-সংঘাতের কারণে কোনো পক্ষের জোড়ই অনুষ্ঠিত হয়নি। তবে শুরু হয়েছে নিয়মতান্ত্রিক আমল।
যদি আগামী ১৮-২০ জানয়িারি প্রথম দফা এবং ২৫-২৭ জানুয়ারি দ্বিতীয় দফা ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দ্বন্দ্ব-সংঘাতের কারণে এ তারিখ ঠিক থাকে কিনা তা নিশ্চিত হতে প্রশাসন ও নির্ধারিত তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এমএমএস/জেআইএম
Advertisement