দেশজুড়ে

ক্লাস চলাকালীন ছাত্রীরা জ্ঞান হারালো

বরিশালের সদর উপজেলার চাদপুরা ইউনিয়নের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির অন্তত ৩০ শিক্ষার্থী মার্স (গণ) হিস্টেরিয়া রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে গুরুতর ১২ শিক্ষার্থীকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তারা অসুস্থ হয়ে পড়ে।হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হচ্ছেন, ষষ্ঠ শ্রেণির জেবিনা আক্তার চাদনী, আখি আক্তার, মৃদুলা আক্তার, মৌ আক্তার, পপি আক্তার, রূপালী আক্তার, অর্পিতা রানী, আরিফা আক্তার লিমা, মুক্তা আক্তার ও আসাদুজ্জামান রাফিসহ ১২ শিক্ষার্থী।দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান জাগো নিউজকে জানান,  ক্লাসে পাঠদানের সময় ৮/১০ শিক্ষার্থী হঠাৎ মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। তখন স্কুল ছুটি দিয়ে স্থানীয় চিকিৎসক এনে অসুস্থদের দেখানো হয়। স্থানীয় চিকিৎসক দ্রুত তাদের শেবাচিম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে ১২ শিক্ষার্থীকে ভর্তির পর চিকিৎসকরা জানান মার্স (গণ) হিস্টেরিয়া রোগে শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে। প্রধান শিক্ষক হাবিবুর রহমান জাগো নিউজকে জানান, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা ৯৪। প্রায় সবাই আজ বিদ্যালয়ে উপস্থিত ছিলো। এখনো এলাকা থেকে খবর আসছে স্কুল থেকে বাড়ি ফিরে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।সাইফ আমীন/এমজেড/পিআর

Advertisement