খেলাধুলা

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ফিল্ডিং করতে নামবে বাংলাদেশ দল।

Advertisement

শিশিরের প্রভাব থেকে বাঁচতে ম্যাচ শুরু হচ্ছে স্বাভাবিক সময়ের চেয়ে এক ঘণ্টা আগে। তবু সন্ধ্যার পরে অর্থাৎ দ্বিতীয় ইনিংসে থাকতে পারে শিশিরের দৌরাত্ম্য। ধীর হয়ে যাবে আউটফিল্ড, ব্যাটিংয়ে কষ্টটাও বেড়ে যাবে খানিক।

এসব কিছু চিন্তা করেই টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল। টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পরে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে জয়ের বিকল্প নেই ক্যারিবীয়দের সামনে।

দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যানটা একদম সমান। গত দশ বছরে একে অপরের বিপক্ষে ১৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে দুই দলের জয়ই সমান ৯টি করে। এ সময়ে ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে বাংলাদেশ ২০০৯ ও ২০১৮ সালের সিরিজ জিতে এসেছে।

Advertisement

এসএএস/পিআর