আন্তর্জাতিক

কয়েক লাখ বিদেশি শ্রমিক নেবে জাপান

দেশে শ্রমিক সংকট কমাতে কয়েক হাজার বিদেশি শ্রমিক নেবে জাপান। এ বিষয়ে সম্প্রতি একটি বিতর্কিত নতুন আইনের অনুমোদন দিয়েছে জাপানের পার্লামেন্ট।

Advertisement

নির্মাণকাজ, ফার্মিং এবং নার্সিংয়ের মতো বিভিন্ন সেক্টরে কাজের জন্য আগামী এপ্রিল থেকে বিদেশি শ্রমিকরা জাপানে যেতে পারবেন।

জাপান ঐতিহ্যগতভাবেই অভিবাসনের ক্ষেত্রে বেশ সতর্ক। কিন্তু সম্প্রতি দেশটির সরকার বলছে, দেশে বয়োঃজেষ্ঠ্য লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় বিদেশি লোকজনকে কাজের সুযোগ দিতে হবে।

কিন্তু বিরোধী দলের লোকজন বলছে, এই নতুন আইনের কারণে নতুন যারা অন্যান্য দেশ থেকে আসবে তারা জাপানের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।

Advertisement

এই নতুন আইনের আওতায় বিভিন্ন সেক্টরে ৩ লাখেরও বেশি বিদেশিকে জাপানে কাজের সুযোগ দেয়া হতে পারে। এই আইনের আওতায় দুই ধরনের ভিসা সুবিধা দেয়া হবে।

যারা প্রথম ক্যাটাগরির ভিসা পাবেন তারা পাঁচ বছরের জন্য জাপানে থাকার সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে জাপানিজ ভাষায় মোটামুটি দক্ষ হতে হবে।

দ্বিতীয় ক্যাটাগরিতে যারা ভিসা পাবেন তাদের অনেক বেশি দক্ষ এবং যোগ্য হতে হবে। তারা সেখানে নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারবেন।

টিটিএন/এমকেএইচ

Advertisement