ধর্ম

অগ্নিকাণ্ডে ঘর পুড়লেও পুড়েনি কুরআন!

কুরআন আল্লাহর কিতাব। আর তা হেফাজতের দায়িত্বও তার। তাইতো ভয়াবহ অগ্নিকাণ্ডে সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেলেও অক্ষত থাকে পবিত্র কুরআনুল কারিম। এমনই একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে পবিত্র কুরআন রয়েছে অক্ষত। চারপাশের সাদা কাগজ পুড়ে গেলেও তার আয়াত পুড়েনি।

Advertisement

গত মঙ্গলবার রাতে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কোদালিয়া গ্রামের অধিবাসী জাহিদ মোল্লার বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেলেও পবিত্র কুরাআনুল কারিম ছিল অক্ষত।

এ ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ কুরআনুল কারিম হেফাজত করেছেন। আল্লাহ তাআলা কুরআন হেফাজতের কথা উল্লেখ করে বলেন-

‘নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি, আর আমিই এর হেফাজতকারী।’ (সুরা হিজর : আয়াত ৯)

Advertisement

এ আয়াতের ঘোষণা অনুযায়ী ভয়াবহ অগ্নিকাণ্ডে কুরআনের হেফাজতই মহান আল্লাহ তাআলার প্রতিশ্রুতির প্রমাণ।

এমএমএস/আরআইপি