রাজনীতি

‘হাই প্রোফাইল’ চারপ্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের শেষ দিন আজ। এরআগের দুইদিনের শুনানিতে প্রার্থিতা ফেরত পেয়েছেন ১৫৮ জন। বাতিল বা খারিজ হয়েছে ১৪১ জনের আপিল। দুই দিনে ৩১০টি আপিল শুনানি করে ইসি। বাকিগুলো পেন্ডিং রয়েছে।

Advertisement

আজ শুনানির শেষদিনে ‘হাই প্রোফাইল’ কয়েকজনের ভাগ্য নির্ধারণ হবে। এরমধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ব্যারিস্টার নাজমুল হুদা।

এ ছাড়া ঢাকা-৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিষয়টিরও মীমাংসা হবে আজ।

খালেদা জিয়া মনোনয়ন ফরম নিয়েছেন ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে। তবে আদালতে দণ্ডিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। কাদের সিদ্দিকী মনোনয়ন তুলেছিলেন টাঙ্গাইল-৪ ও ৮ আসনের, রংপুর-৩ আসনের প্রার্থী হতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং ঢাকা-১৭ আসন থেকে লড়তে চান নাজমুল হুদা।

Advertisement

এনএফ/আরআইপি