জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও চিত্রনায়ক সোহেল রানা আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। শুক্রবার নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২ ডিসেম্বর বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
Advertisement
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সোহেল রান। সেই মোতাবেক মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। ইসি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে প্রথমে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।
শুক্রবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে দ্বিতীয় দিনের মত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। গতকাল (বৃহস্পতিবার) আপিল শুনানিতে ৮০ প্রার্থী বৈধতা পেয়েছেন। এ ছাড়া বাতিল বা খারিজ হয়েছে ৭৬ প্রার্থীর আবেদন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৫৪৩ জন আপিল করেছেন। এর আগে গত ২৮ নভেরের মধ্যে ৩ হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ে বাদ পড়েছে ৭৮৬টি, বৈধ প্রার্থীর মনোনয়নপত্র রয়েছে ২ হাজার ২৭৯টি।
Advertisement
তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।
এএস/জেইউ/আরএস/এমএস