খেলাধুলা

পাকিস্তানের সামনে ২৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দিল নিউজিল্যান্ড

দিনের প্রথম বলেই সাজঘরে ফিরে গিয়েছেন আগেরদিনের অপরাজিত সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন, লিড তখনো দুইশ পেরোয়নি। খালি চোখে ম্যাচের ফলাফল দেখা যাচ্ছিলো নিষ্প্রাণ ড্র। কিন্তু সে ম্যাচেই প্রাণ এনে দিলেন হেনরি নিকলস, কলিন ডি গ্র্যান্ডহোমরা।

Advertisement

উইলিয়ামসন আউট হওয়ার পরে মারকাটারি ব্যাটিংয়ে ম্যাচের পঞ্চম দিনের সকালে মাত্র ৫৩ বলেই ৮১ রান যোগ করে লিডটাকে বাড়িয়ে নিয়েছে ২৭৯ রানে। সিরিজ জিততে পাকিস্তানের প্রয়োজন ৭৯ ওভারে ২৮০ রান।

এর আগে দলের দ্বিতীয় ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন উইলিয়ামসন। আউট হননি একবারও। সে ধারা ভেঙে দেন হাসান আলি। পঞ্চম দিনের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন কিউই অধিনায়ককে। আগের দিন করা ১৩৯ রানেই থামেন উইলিয়ামসন।

সেনাপতিকে হারালেও যুদ্ধ থামাননি চতুর্থ দিন শেষ বিকেলে ৯০ রানে অপরাজিত থাকা হেনরি নিকলস। আগ্রাসী ব্যাটিংয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিতে বেশি সময় নেননি তিনি। কলিন ডি গ্র্যান্ডহোম ১৯ বলে ২৬ রানের ইনিংস খেলে রানের গতি বাড়িয়ে দেন আরও।

Advertisement

আগের দিন ২৪৩ বলে ৯০ রান করা নিকলস পঞ্চম দিনে ২৩ বল খেলে করেন ৩৬ রান। দলীয় ৩৫৩ রানের মাথায় ইনিংস ঘোষণার সময় ১২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। এক ছক্কার মারে ১০ বলে ১৫ রান করেন পেসার টিম সাউদি।

সিরিজের প্রথম ম্যাচে ১৭৬ রানের লক্ষ্য পেয়েও জিততে পারেনি পাকিস্তান। ৫৮.৪ ওভারে তারা অলআউট হয়ে গিয়েছিল মাত্র ১৭১ রানে। এবার তারা ৭৯ ওভারে ২৮০ রান তাড়া করতে পারে কি-না সেটিই দেখার বিষয়।

এসএএস/এমকেএইচ

Advertisement