খেলাধুলা

ঘুরে দাঁড়ানোর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচে ভরাডুবিময় পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। আরব আমিরাতের কাছে হেরে গিয়েছে ৯৭ রানের বিশাল ব্যবধানে।

Advertisement

শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখতে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছে নুরুল হাসান সোহানের দল। করাচির সাউদার্ন ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট ৬১ রান। আগের ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করা মিজানুর ফিরে গিয়েছেন ৮ রান করে।

দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েছেন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। এরই মধ্যে দুজন মিলে ৭০ বলে করেছেন ৫২ রানের জুটি। শান্ত ২৪ ও জাকির ২৯ রান নিয়ে ব্যাট করছেন।

Advertisement

বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ একাদশমিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।

হংকং একাদশআইজাজ খান, বাবর হায়াৎ, এহসান খান, এহসান নাওয়াজ, মোহাম্মদ গাজানফার, নিজাকাত খান, রাগ কাপুর, শহীদ ওয়াসিফ, তানভীর আহমেদ, তানভীর আফজাল ও ওয়াকাস খান।

এসএএস/এমকেএইচ

Advertisement