জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২০ আগস্ট ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশুনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ভারতের সাবেক রাষ্ট্রপতি এ.পি.জে. আবদুল কালাম কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তর : ২৭ জুলাই ২০১৫।২. প্রশ্ন : এ.পি.জে.- এর পূর্ণরূপ কি?উত্তর : আবুল পাকির জয়নুল-আবেদিন।৩. প্রশ্ন : এপিজে আবদুল কালাম কবে জন্মগ্রহণ করেন?উত্তর : ১৯৩১ সালের ১৫ অক্টোবর।৪. প্রশ্ন : ‘The Wings of Fire’ বইটির লেখক কে?উত্তর : এ.পি.জে. আব্দুল কালাম (ভারত)।৫. প্রশ্ন : দ্বিপদ নামকরণ করা হয় কোন ভাষায়?উত্তর : ল্যাটিন ভাষায়।৬. প্রশ্ন : ‘মিথিলার কোকিল’- কোন কবির উপাধি?উত্তর: কবি বিদ্যাপতি’র।৭. প্রশ্ন : বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক কে?উত্তর : প্রমথ চৌধুরী।৮. প্রশ্ন : ‘গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি কার? উত্তর : লর্ড ব্রাইস। ৯. প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি?উত্তর: আল্পস পর্বতমালা।১০. প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?উত্তর: ভলগা (৩৫৩১ কি. মি.)।১১. প্রশ্ন: সৃজনশীল পদ্ধতিতে পাঠদান পদ্ধতির উদ্ভাবক কে?উত্তর: মনোবিজ্ঞানী বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম (যুক্তরাষ্ট্র)।১২. প্রশ্ন: আধুনিক পুলিশের জনক কে?উত্তর: স্যার রবার্ট পিল (ব্রিটেন)।১৩. প্রশ্ন :  বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।১৪. প্রশ্ন: বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি? উত্তর: বাংলাদেশ-ভারত সীমান্ত।১৫. প্রশ্ন: ‘বনি ওয়ালিদ’ শহর কোন দেশে অবস্থিত?উত্তর: লিবিয়া।১৬. প্রশ্ন : থাইল্যান্ডের পূর্বনাম কি? উত্তর : শ্যামদেশ।১৭. প্রশ্ন :  বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতির নাম কি?উত্তর : সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।১৮. প্রশ্ন : করোটিতে কয়টি অস্থি থাকে?উত্তর : ২৯ টি।১৯. প্রশ্ন : আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?উত্তর: আফ্রিকা।২০. প্রশ্ন : VIRUS এর পূর্ণরূপ কি?উত্তর : Vital Information Resource Under Seized.এসইউ/এআরএস/আরআইপি

Advertisement