ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি এক নাগরিক ৬৫ দিন পর অনশন ভাঙলেন। ইসরায়েলের সুপ্রিম কোর্ট মোহাম্মদ অালান নামের ওই নাগরিকের ওপর থেকে আটকাবস্থা তুলে নেয়ার পর তিনি অনশন ভাঙ্গেন। খবর বিবিসি।চরমপন্থি সংগঠন ইসলামিক জিহাদ এর সন্দেহভাজন সদস্য হিসেবে বিনাবিচারে কারাগারে দীর্ঘদিন ধরে আটকে রাখার প্রতিবাদে জুন মাসে অনশন শুরু করেন আলান। তবে ওই ফিলিস্তিনির আইনজীবী জানিয়েছেন অালানের মুক্তিতে অনেক কালক্ষেপন করা হয়েছে। এছাড়া আটকের পর থেকেই ওই ফিলিস্তিনি নাগরিক কোনো সংগঠনের সঙ্গে জড়িত নন বলে দাবি করে আসছিলেন। শরীরে খাবারের অভাবে মস্তিষ্কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আলান। অন্যদিকে কোন নির্ধারিত অভিযোগ ছাড়া ফিলিস্তিনিদের এভাবে আটকে রাখার পদ্ধতি ইসরায়েল ও ফিলিস্তিনের দ্বন্দ্বকে আরো উসকে দিতে পারে বলে মন্তব্য করেছে জাতিসংঘ।এসআইএস/আরআইপি
Advertisement