আইন-আদালত

অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দুঃখজনক

‘নিজেরাও এই কাতারে যুক্ত হলাম’ আইনজীবীদের নিয়ে অ্যাটর্নি জেনারেলের এমন বক্তব্যকে দুঃখজনক বলে অভিহিত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।তিনি বলেন, আইনজীবীরা গ্রেফতার হওয়ার পর তাদেরকে অভিযুক্ত করে রাষ্ট্রের প্রধান আইনজীবীর এমন বক্তব্য দুঃখজনক।উল্লেখ্য, সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি শহিদ সফিউর রহমান মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষয়দের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বুধবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আজকে আমরা একটি ব্রেকিং নিউজ দেখেছি, সুপ্রিম কোর্টের তিন আইনজীবী ধরা পড়েছেন। এর মাধ্যমে আমরা (আইনজীবী) নিজেরাও এই জঙ্গির কাতারে যুক্ত হলাম, এটা খুবই দুঃখের বিষয়।’রাষ্ট্রের প্রধান আইনজীবীর এমন বক্তব্যের প্রতিক্রিয়াই ব্যক্ত করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।গত মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে আর্থিক সহযোগিতা দেওয়ার অভিযোগে বিএনপি দলীয় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়েসহ তিন আইনজীবীকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতার হওয়া তিনজন হলেন- ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা (৩৯), অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন (৩০) এবং অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন (২৫)। এর মধ্যে শাকিলা ফারজানা ও লিটন সুপ্রিম কোর্টের আইনজীবী।এফএইচ/এসএইচএস/আরআইপি

Advertisement