নোফেল স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে জোড়া গোল করে চট্টগ্রাম আবাহনীকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন মমোদৌ বাহ। গাম্বিয়ান এ মিডফিল্ডার বৃহস্পতিবার দলকে দ্বিতীয় ম্যাচ জেতালেন রহমতগঞ্জের বিরুদ্ধে। টানা দুই ম্যাচ জয়ে স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে গতবারের রানার্সআপরা।
Advertisement
চট্টগ্রাম আবাহনী গ্রুপের শেষ ম্যাচ খেলবে মোহামেডানের বিরুদ্ধে ৯ ডিসেম্বর। রহমতগঞ্জের দ্বিতীয় ম্যাচে এটি প্রথম হার। মোহামেডানের সঙ্গে গোলশূন্য ড্র করার পর এ ম্যাচ হেরেও পুরনো ঢাকার দলটির সামনে সুযোগ রয়েছে শেষ আটে ওঠার।
ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ৩৬ মিনিটে। বাম দিক থেকে কৌশিক বড়ুয়ার কর্নারে হেডে গোল করেন মমোদৌ বাহ। পিছিয়ে পড়ার আগেই গোলের ভালো একটা সুযোগ এসেছিল রহমতগঞ্জের সামনে। ২২ মিনিটে ফয়সাল আহমেদের শট ক্রসবারে লেগে মাটিতে ড্রপ খেয়ে ফিরে আসে।
মনে হয়েছে বলটি ক্রসবারে লেগে লাইনের ভেতরের দিকে ড্রপ খেয়েছে। রেফারির দৃষ্টিতেও ধরা পড়েনি, রহমতগঞ্জের কোনো খেলোয়াড়কেও গোলের দাবি করতে দেখা যায়নি।
Advertisement
আরআই/এসএএস/এমকেএইচ