‘সংঘাত নয় চাই সমঝোতা’ স্লোগানকে ধারণ করে প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউএন আ্যসোসিয়েশন তিন দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করেছে।আগামী ২৭ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে দেশ এবং বিদেশের প্রায় ৪০০ জন প্রতিনিধি যোগ দেবেন। এর ফলে সবার মাঝে সম্পর্কের একটি নতুন ভিত্তি গড়ে উঠবে বলে মনে করেছেন কতৃপক্ষ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফরজানা ইসলাম। এছাড়া আরও উপস্থিত থাকবেন এম মনিরুজ্জামান অফিসার ইন চার্জ, ইউ এন আই সি, নজরুল ইসলাম বাবু (সংসদ সদস্য, নারায়ঙ্গঞ্জ-২)। এ বিষয়ে সংগঠনটির সেক্রেটারি জেনারেল মো. রিয়াজুল করিম বলেন, মডেল ইউএন সেসব ছাত্র-ছাত্রীদের জন্য, যারা ভবিষ্যতের নীতিনির্ধারক হতে চায়। মডেল ইউএন সম্মেলন থেকে শিক্ষার্থীরা সমঝোতা, নেটওয়ার্কিং নীতি প্রণয়ন ও বক্তৃতা দেওয়ার মতো দক্ষতা অর্জন করতে পারবে। সে দিক থেকে জাহাঙ্গীরনগর মডেল ইউএন-২০১৫ সম্মেলন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছি।ডিরেক্টর জেনারেল শায়েক সিরাজ মো. আসকর বলেন, আমাদের কার্যক্রম ইতোমধ্যে সবার মাঝে উদ্দীপনা সৃষ্টি করেছে। সম্মেলন সফল করতে আমরা সকলের সাহায্য কামনা করছি। উল্লেখ্য, মডেল ইউএন মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের প্রতিরূপ। যা মূলত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে থাকে। এখানে একজন ছাত্র বা ছাত্রী কোনো দেশের বাস্তব প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করে থাকে, যেমনটা হয় জাতিসংঘের সচিবালয়ে। ব্যবসা, অর্থনীতি থেকে সমাজ ব্যবস্থা, কম্পিউটার বিজ্ঞান থেকে দর্শনসহ জ্ঞানের সব শাখায় মনোযোগ আকর্ষণ করে থাকে। বাংলাদেশেরে শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক জ্ঞান চর্চা সংগঠনের তালিকায় নতুন যোগ মডেল ইউএন। এ সংগঠনটি বাংলাদেশের মূলধারায় প্রথম নিয়ে আসে UNYSA যার চর্চা গত কয়েক বছর ধরে দেশব্যাপী বেড়েই চলছে।হাফিজুর রহমান/এমজেড/আরআইপি
Advertisement