পচা শামুকে পা কাঁটা বুঝি এড়েই বলে। উড়তে থাকা চেলসি হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলল প্রিমিয়ার লিগে। উলভারহ্যাম্পটনের বিপক্ষে তাদের মাঠেই ২-১ ব্যবধানের হার বরণ করে নিল সারির দল। প্রিমিয়ার লিগে এটি চেলসির দ্বিতীয় পরাজয়।
Advertisement
অথচ ম্যাচের শুরুতেই লফটাস চেকের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। এডিন হ্যাজার্ডের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দূর পাল্লার জোরালো শটে গোল করে চেলসিকে ০-১ ব্যবধানে এগিয়ে দেন এই ইংলিশ মিডফিল্ডার। প্রথমার্ধে দু’দল গোলের চেষ্টা করলেও কোন গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘরের মাঠের সুবিধা নিয়ে দারুণ খেলতে থাকে উলভস। ৫৯ মিনিটে উলভস স্ট্রাইকার রাউল হেমিনেজ দুর্দান্ত শটে চেলসি গোলরক্ষক কেপাকে পরাস্ত করেন। সমতায় ফিরে যেন আরো বেশি উজ্জীবিত উলভস।
৬৩ মিনিটে ডান পাশ থেকে দোহার্টির ক্রস সবাইকে ফাঁকি দিয়ে ডিয়েগো জোতার পায়ে আসলে সেটিকে গোলে পরিণত করেন এই ফুটবলার। ম্যাচের বাকিটা সময় গোলের আপ্রাণ চেষ্টা করলেও কোন গোল করতে পারেনি হাজার্ড-মোরাতারা। এই হারে টেবিলের ৪ নম্বরে নেমে গেল সারির দল।
Advertisement
আরআর/জেআইএম