পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভা উমর আকমল। তার ব্যাটিং নিয়ে কখনোই কোন প্রশ্ন ওঠেনি। তারপরও বার বার তাকে উপেক্ষা করে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত আচরণগত সমস্যার কারণে সমালোচনার সম্মুখীন হয়েছেন এই ব্যাটসম্যান। কিন্তু যতটা না তার আচরণগত সমস্যা তার চেয়ে বেশি মিডিয়ার নেতিবাচক খবরের কারণে তিনি বিতর্কিত হচ্ছেন বলে দাবি করেছেন ওমর আকমল। আচরণগত সমস্যার কারণেই গত এপ্রিলে বাংলাদেশ সফরে পাকিস্তান দল থেকে তাকে বাদ দেয়া হয়। তবে পরে তাকে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাকা হয়। তবে মিডিয়ার ভূমিকা উল্লেখ করে ওমর আকমল বলেন, ‘আমি কখনোই মিডিয়ার কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। অনেক সময়ই আমাকে ভুলভাবে উপস্থাপন করা হয়। ফলে অনেকেই আমাকে ভুল বোঝেন। এর মধ্য দিয়ে আমাকে খেলোয়াড় ও মানুষ হিসেবে বিতর্কিতভাবে তুলে ধরা হচ্ছে।’ ওয়ানডে দলে না থাকায় হতাশা প্রকাশ করে আরো বলেন, ‘আমাকে ওয়ানডে দল থেকে বাদ দেয়ার পর মানসিকভাবে খুবই হতাশ ছিলাম। একটা সময় ক্রিকেট থেকে অবসর নেয়ারও চিন্তা করেছিলাম। তবে বড় ভাই ও বন্ধুদের পরামর্শে সে অবস্থান থেকে সরে এসে দলে নিয়মিত হতে পরিশ্রম করে যাচ্ছি।’দেশের হয়ে সব সংস্করণে নিয়মিত হতে চান আকমল ভাইদের ছোটজন। আকমল বলেন, ‘পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত খেলতে চাই। এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমার ফিটনেসেও কোনো সমস্যা নেই। তাই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।’ এখন পর্যন্ত ১৬ টেস্ট, ১১১ ওয়ানডে ও ৬৩টি টি-টোয়েন্টি খেলেছেন ওমর আকমল। সর্বশেষ চার বছর আগে সাদা পোশাকে মাঠে নামেন। টেস্টে ছয়টি অর্ধশতক এবং একটি শতকসহ ১,০০৩ রান করেছেন আকমল। ওয়ানডে ক্রিকেটে ২০টি অর্ধশতক এবং দুইটি শতকসহ ২,৯১৩ রান করেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। আর টি-টোয়েন্টিতে ছয়টি অর্ধশতকসহ করেছেন ১,৩৪৩ রান।আরটি/এআরএস/আরআইপি
Advertisement