জাতীয়

‘ডিএনসিসির সব জোনেই হবে আধুনিক জবাইখানা’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রতিটি জোনেই আধুনিক ও পরিচ্ছন্ন পশু জবাইখানা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা।

Advertisement

বুধবার (৫ ডিসেম্বর) ডিএনসিসির মহাখালী কার্যালয়ের পাশে একটি অধুনিক পশু জবাইখানার উদ্বোধনকালে এ তথ্য জানান তিনি।

জামাল মোস্তফা বলেন, ‘আমাদের এ পশু জবাইখানায় একজন পশু চিকিৎসক ও একজন পরিদর্শক থাকা বাধ্যতামূলক। গরু, খাসি, ভেড়া, মহিষ যেটাই জবাই করা হোক মাংস সরবরাহের আগে ডিএনসিসির সিল মেরে দেয়া হবে; যেন নগরবাসী প্রতারণার শিকার না হয়। প্রতিদিন ভোর ৪টা থেকে পশু জবাইখানা খোলা থাকবে। বর্তমানে মোহাম্মদপুর টাউন হল বাজার ও মিরপুরে একটি করে আধুনিক পশু জবাইখানা রয়েছে। গাবতলীতেও একটি আধুনিক পশু জবাইখানা নির্মাণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘রাজধানীতে আগে যত্রতত্র পশু জবাই হতো, যেটা পরিবেশ সম্মতও না। তাই আমরা চিন্তা করেছি আমাদের প্রতিটি জোনে অন্তত একটি করে পশু জবাইখানা নির্মাণ করব। নগরবাসীর চাহিদা ও জমিপ্রাপ্তি সাপেক্ষে এ জবাইখানা নির্মাণ করা হবে।’

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান, মহানগর মাংস ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা মন্টু প্রমুখ।

এএস/এনডিএস/পিআর