আন্তর্জাতিক

তুষারে ডুবে গেল ছোট্ট শিশু (ভিডিও)

বাবার কোলেই ছিল শিশুটি। বরফে ঢাকা পরিবেশ উপভোগ করছিল সে। হঠাৎ কী খেয়ালে বাবা ছোট্ট শিশুকে আস্তে করে ছেড়ে দিলেন তুষারের মাঝে। আর মুহূর্তেই ডুবে গেল শিশুটি। ঘটনা নিউ ইয়র্কের। বছরের প্রথম তুষারপাতের দিনটিকে উপভোগ করতে ছোট্ট শিশুকে কোলে নিয়ে বেরিয়েছিলেন অ্যাডাম ফ্রিসবি।

Advertisement

রাস্তাঘাট তখন ২০ ইঞ্চি তুষারে ঢাকা। এরইমাঝে খেলার ছলে ছেলেকে ছেড়ে দিলেন তুষারের উপর। আর মুহূর্তেই শিশুটি তলিয়ে গেল তুষারের মধ্যে।

আরও পড়ুন : আম্বানির মেয়ের বিয়েতে ২০০ বিমান ভাড়া 

বাবা অবশ্য ভুলটা বুঝতে পেরেছেন কিছুক্ষণের মধ্যেই। তিনি দ্রুত শিশুটিকে উদ্ধারে সক্ষম হন। গতমাসের সেই ঘটনা তিনি নিজেই টুইটারে পোস্ট করেছেন। পরবর্তীতে কেউ একজন ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে যায়।

Advertisement

ইন্টারনেটে একজন বাবার এই অদ্ভুত কাণ্ডকে অনেকেই মজা হিসেবে নিয়েছেন। তবে, কেউ কেউ এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও সবাইকে অনুরোধ করেছেন। শত হলেও শিশুরা কিন্তু খেলনা নয়! ডিডব্লিউ।

This is a few days late but I had my first #snowday as a @SWCSTrojans teacher this past Wednesday. We call this the lake effect baptism! @Mrs_Frisbee @TheEllenShow pic.twitter.com/zd66DsnJoQ

— Adam Frisbee (@adamfrisbee) December 1, 2018

এসআইএস/আরআইপি

Advertisement