রাজনীতি

নির্বাচন বানচালের চেষ্টায় সরকার : সৈয়দ ইবরাহিম

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, সরকার চেয়েছিল বিএনপিসহ ২০ দলীয় জোট নির্বাচনে না আসুক। কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি। ২০ দল নির্বাচনে আসায় সরকার এখন যেকোনো উপায়ে নির্বাচন বানচাল করার অপচেষ্টা করছে। এ জন্য তারা বাহানা খুঁজছে। নিজেরা অপরাধ করে ২০ দলের ওপর চাপাচ্ছে। তাদের এ ষড়যন্ত্রও সফল হবে না। আমরা ভোটের দিন ভোর থেকে মাঠে থাকবো এবং ফলাফল নিয়েই বাড়ি ফিরবো।

Advertisement

কল্যাণ পার্টির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মহাখালীর ডিওএইচএসে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অতিথিরা কেক কেটে কল্যাণ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

অনুষ্ঠনে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, স্থায়ী কমিটির সদস্য ফোরকান ইব্রাহিম, ডা. ইকবাল হাসান মাহমুদ, কাহির মাহমুদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, ভাইস চেয়ারম্যান মাহমুদ খান, যুগ্ম মহাসচিব নুরুল কবির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রাশেদ ফেরদৌস ও আহসান হাবীব ইমরোজ, ঢাকা মহানগর সভাপতি আলী হোসেন ফরাজী, কেন্দ্রীয় দফতর সম্পাদক আলামিন ভূঁইয়া রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, রাজনীতির গুণগত মান পরিবর্তনের জন্য বাংলাদেশ কল্যাণ পার্টি প্রতিষ্ঠা করা হয়েছে। এরপর থেকেই গত ১১ বছর ধরে আমরা ন্যায়ভিত্তিক সমাজ ও আলোকিত জাতি গঠনে কাজ করে যাচ্ছি।

Advertisement

তিনি বলেন, কল্যাণ পার্টি চায় একটি শক্তিশালী নির্বাচন কমিশন, যারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। নির্বাচনে নির্বাহী ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করার বিধান সরকার আইন পরিবর্তন করে বাতিল করেছে, আমরা এ আইন ফিরিয়ে নিয়ে আসবো। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর এবং অবসরের বয়স ৬৫ বছর করা হবে।

অনুষ্ঠানে জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম বলেন, দেশে রাজনীতিতে লেভেলে প্লেয়িং ফিল্ড নেই। সরকার বিরোধীদল বিহীন নির্বাচন করতে ষড়যন্ত্র করছে। এ জন্য নেতাকর্মীকে গণগ্রেফতার এবং মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। কিন্তু যতই ষড়যন্ত্র হোক, আমরা নির্বাচনে থাকবো। গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই চালিয়ে যাব।

কেএইচ/বিএ

Advertisement