নরসিংদীর মনোহরদী উপজেলায় গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক ডাকাত। বুধবার রাত ১০টার দিকে উপজেলার গণ্ডারদিয়া সড়কে গাছ ফেলে ডাকাতির সময় জনতার গণধোলাইয়ে এ হতাহতের ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাত ১০টার দিকে একটি প্রাইভেটকার ও মাইক্রোবাস নিয়ে ১০/১২ জনের একটি ডাকাত দল মনোহরদী উপজেলার গণ্ডারদিয়া সড়কে গাছ ফেলে সিএনজি ও বাসে ডাকাতি শুরু করে।এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে মসজিদের মাইকে ডাকাত প্রতিরোধ করার ঘোষণা দেয়। এসময় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে চারপাশ থেকে ডাকাতদের ঘিরে ফেলে। ডাকাতরা আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।পরে গ্রামবাসী তিন ডাকাতকে ধরে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়। গুরুত্বর আহত হয় আরো এক ডাকাত। উত্তেজিত গ্রামবাসী ডাকাতদের ব্যবহৃত প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আলমঙ্গীর হোসেন বলেন, ডাকাতির সময় গণধোলাইয়ে দুই ডাকাত নিহত হয়েছেন। প্রচণ্ড বৃষ্টির কারণে কয়জন আহত হয়েছেন তা সঠিক করে বলা যাচ্ছে না। তবে গুরুতর আহতবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়েছে।সঞ্জিত সাহা/বিএ
Advertisement