দেশজুড়ে

হিলিতে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত থেকে এক লাখ ৮০ হাজার পিস ভারতীয় ডক্সিন ও প্র্যাকটিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর মধ্যে ৬০ হাজার পিস ডক্সিন ট্যাবলেট ও এক লাখ ২০ হাজার পিস প্র্যাকটিন ট্যাবলেট রয়েছে।বুধবার বিকেল ৩টায় বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে বুধবার ভোর ৫টায় সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাচার হয়ে আসা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ভোরে হিলি ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি পোটলা (ছোট ব্যাগ) উদ্ধার করা হয়। পোটলার ভেতর থেকে ভারতীয় ৬০ হাজার পিস ডক্সিন ও এক লাখ ২০ হাজার পিস প্র্যাকটিন ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। ট্যাবলেটগুলো হিলি শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।এমদাদুল হক মিলন/বিএ

Advertisement