বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ৩টি পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
Advertisement
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)
পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি/এমএসসি/এমএস/বিএসসি ইঞ্জিনিয়ারিং/সমমানঅভিজ্ঞতা: কেমিক্যাল প্ল্যান্ট ডিজাইনে ১০-১৩ বছর বয়স: অনূর্ধ্ব ৪৫ বছরবেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
> আরও পড়ুন- কারিগরি শিক্ষা বোর্ডে একাধিক পদে চাকরি
Advertisement
পদের নাম: সায়েন্টিফিক অফিসারবিষয়ের নাম: ফলিত রসায়ন/প্রাণ রসায়ন/অনুজীব বিজ্ঞানপদসংখ্যা: ০৪ জনশিক্ষাগত যোগ্যতা: বিএসসি (অনার্স)সহ এমএসসি/এমএসসি বয়স: অনূর্ধ্ব ৩০ বছরবেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
> আরও পড়ুন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে চাকরি
পদের নাম: রিসার্চ কেমিস্টবিষয়ের নাম: রসায়ন/উদ্ভিদবিদ্যাপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসিবয়স: অনূর্ধ্ব ৩০ বছরবেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা bcsir.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
Advertisement
আবেদনের শেষ সময়: ০২ জানুয়ারি ২০১৮
এসইউ/জেআইএম