গাজীপুরে গণপিটুনিতে নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। নিহত ওই যুবকের (৩০) পরিচয় পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জাগো নিউজকে জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় এক যুবককে গণপিটুনি দিচ্ছিলো কিছু লোক। এসময় র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই যুবকটি মারা যায়। পরে র্যাব সদস্যরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ওই যুবককে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার জাগো নিউজকে জানান, যুবকটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের দুই পায়ের উরুতে ও বুকে আঘাতের চিহ্ন। গলার বাম পাশে ফোলা এবং ঘাড়ের বাম পাশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জাগো নিউজকে জানান, ওই যুবক কিভাবে মারা গেছে সেটা জানা যায়নি। মো. আমিনুল ইসলাম/এমজেড/এমআরআই
Advertisement