মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে শহিদুল আলম রাজীব নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে তাকে আটক করা হয়। রাজিব ফুলহারা গ্রামের ইমাম হোসেনের ছেলে। এর আগে স্কুল চলাকালিন সময়ে প্রধান শিক্ষক শিল্পী আক্তার ও সহকারী শিক্ষক আবুল কালামকে লাঞ্ছিত করে রাজিব।প্রধান শিক্ষক শিল্পী আক্তার জানান, স্কুলের দুটি ভবণের মধ্যবর্তী জমি দিয়ে রাজিবদের বাড়িতে যেতে হয়। আসা যাওয়ার পথে রাজিব শিক্ষার্থীদের নানা ভাবে উত্যক্ত করতো। ফলে কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য দুই ভবনের মাঝ দিয়ে কয়েকদিন আগে একটি ইটের দোয়াল নির্মাণ করে। গত ১৫ আগস্ট রাজিব ওই ওয়ালের এক অংশ ভেঙে ফেলে রাজিব আবার বাড়িতে যাওয়া রাস্তা বের করে নেয়। এ ব্যাপারে ঘিওর থানায় স্কুলের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়। বুধবার স্কুল চলাকালিন সময় বেলা ১১ টার দিকে রাজিব ওই রাস্তা দিয়ে বাড়িতে ঢোকে। ঢোকার সময় সে স্কুলের বারান্দায় রক্ষিত শিক্ষার্থীদের বাইসাইকেল ফেলে দেয়। এ ঘটনাটি প্রধান শিক্ষক তার মোবাইল ফোনে ভিডিও করে রাখেন। ভিডিও করার বিষয়টি জানতে পেরে রাজিব ও তাদের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষককে অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় সহকারী শিক্ষক আবুল কালাম এগিয়ে আসলে তার গায়ে হাত তোলে রাজিব। প্রধান শিক্ষক শিল্পী আক্তার জানান, ঘটনার পরপর তারা বিষয়টি ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেন। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবা আইরীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।ঘিওর থানা পুলিশের অফিসার ইনচার্জ শওকত আলম জানান, বাউন্ডারি ওয়াল ভাঙা এবং শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগে রাজিবকে গ্রেফতার করা হয়েছে। মেয়েদের উত্যক্ত করার বিষয়টিও শিক্ষকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন বলে জানান। পুলিশ হেফাজতে থাকায় রাজিবের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।এমএএস/আরআইপি
Advertisement