রাজনীতি

সন্ত্রাসীরা দেশ ও জাতির শক্র : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ সন্ত্রাসীদের পক্ষ নিয়ে কেউ মিথ্যা সাক্ষী দেবেন না। সন্ত্রাসীরা যারাই হোক তারা দেশ ও জাতির শক্র। ভূঁইয়ারা স্কুলে যারা চাঁদাবাজী সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, ইতোমধ্যে তারা সকলেই গ্রেফতার হয়েছেন। বুধবার দুপুরে চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেছেন।তিনি বলেন, তাদেরকে আইনের কাঠগড়ায় শাস্তি নিশ্চিত করতে হবে। আপনারা নির্ভয়ে আদালতে সাক্ষ্য প্রমাণ দেবেন। সন্ত্রাস চাঁদাবাজরা কোনো রাজনৈতিক দলের লোক হতে পারে না। বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা সরকার দেশে চাঁদাবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করতে বদ্ধপরিকর। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে চেতনাবোধ গড়ে তুলতে হবে। ভূঁইয়ারা স্কুলের ঘটনায় সন্ত্রাস চাঁদাবাজদের আমার দলের কারও সঙ্গে তাদের পরিচয় থাকলে সম্পর্ক ছেদ করার নিদের্শ দেন তিনি।  এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন, কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং পর্ষদ সভাপতি আব্দুল মবিন, কচুয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা ঝরনা আক্তার প্রমুখ।ইকরাম চৌধুরী/এমজেড/আরআইপি

Advertisement