রাজনীতি

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া জড়িত : মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন।বুধবার বিকেলে বিমান বাংলাদেশের প্রধান কার্যালয় বলাকা প্রাঙ্গনে বিমান শ্রমিক লীগ (সিবিএ) কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে আয়েজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মেনন বলেন, চল্লিশ বছর পর বিষয়টি মানুষ জানতে ও বুঝতে শুরু করেছেন। সেদিন শোষিতের পক্ষে থাকার কারণে তাকে নিঃশেষ করে ফেলা হয়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু বিমানের জন্ম দিয়েছিলেন। স্বল্প পরিসরে শুরু হওয়া সেই বিমান আজ আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বিমানের আজকের এই বিস্তৃতি হতো না, যদি না বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন না করতেন।বিমান শ্রমিক লীগের সভাপতি মো. মশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় শোকের আলোচনার পাশাপাশি বিমান শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, নতুন অর্গানোগ্রামের কাজ শেষের পথে। এরপরই ২৫-৩০ বছর ধরে অস্থায়ীভাবে থাকা জনবলকে স্থায়ী করা হবে।বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু এক মহান সৃষ্টি ও আদর্শ। ১৫ আগস্ট কালোরাত্রীতে সেই আদর্শকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। কিন্তুু তার আদর্শের মৃত্যু হয়নি। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ, শ্রমিকলীগ নেতা মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু প্রমুখ।  আরএম/এসকেডি/আরআইপি

Advertisement