অর্থনীতি

প্রণোদনা পাচ্ছেন দুই লাখ পাঁচ হাজার কৃষক

পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ২৫ জেলার দুই লাখ পাঁচ হাজার কৃষককে বীজ ও সার প্রদান করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রোববার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

Advertisement

 

মতিয়া চৌধুরী বলেন, দুই লাখ পাঁচ হাজার কৃষককে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, খেসারির বীজ ও সার প্রদান করা হবে। এই প্রকল্পে ‍ব্যয় হবে ৩০ কোটি ৯৭ লাখ টাকা এবং এর ফলে যে পরিমাণ কৃষি ফসল উৎপাদন হবে, তার আর্থিক মূল্য হবে একশ ৮৯ কোটি ৩৭ লাখ টাকা।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এসএম নাজমুল ইসলাম, অতিরিক্ত সচিব আনোয়ার প্রমুখ।

Advertisement