বিশ্বের প্রথম সৌর বিদ্যুৎচালিত বিমানবন্দরের যাত্রা শুরু হয়েছে ভারতে। দেশটির কেরালা প্রদেশের কচিন আন্তর্জাতিক বিমানবন্দরটি এখন থেকে সম্পূর্ণ সৌর বিদ্যুতের মাধ্যমে চলবে। মঙ্গলবার প্রদেশের মুখ্যমন্ত্রী ওমেন চান্দি বিমানবন্দরটির উদ্বোধন করেছেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।বিমানবন্দরটিতে ১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এতে ৪৬ হাজার ১৫০টি সোলার প্যানেল রয়েছে। বিমানবন্দরটিতে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এদিকে, এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌর বিদ্যুৎচালিত বিমানবন্দর বলে এক বিবৃতিতে দাবি করেছে কচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (সিআইএএল)। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সিআইএএল কর্তৃপক্ষ জানিয়েছে।এসআইএস/এমআরআই
Advertisement