খেলা শুরুর আগেই উত্তাপটা বেশ টের পাওয়া যাচ্ছিল। দীর্ঘদিন পর ওয়েঙ্গারবিহীন নর্থ লন্ডন ডার্বিটা বেশ উপভোগ্যই হলো বটে। ৬ গোলের থ্রিলার এক ম্যাচে টটেনহ্যাম হটস্পার্সকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে টেবিলের চতুর্থ স্থানে ওঠে আসলো উনাই এমেরির দল।
Advertisement
নর্থ লন্ডন ডার্বিকে ঘিরে দু’দলই সম্ভাব্য শক্তিশালী একাদশ মাঠে নামান। ম্যাচের শুরুতেই ঘরের মাঠে এগিয়ে যায় আর্সেনাল। ৯ মিনিটে ডিবক্সের ভেতর স্পার্স ডিফেন্ডার ভারটঙ্গেনের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় গানাররা। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন অবামায়েং।
আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে সমতায় ফিরতেও বেশি দেরি হয়নি স্পার্সদের। এরিকসনের ফ্রি কিকে হেড থেকে দুর্দান্ত এক গোল করেন এরিক ডায়ার। গোল উদযাপন করতে গিয়ে আর্সেনালের বদলি খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। পরে অবশ্য রেফারির সহায়তায় ঝামেলা এ যাত্রায় মিটে যায়।
ম্যাচের ৩৩ মিনিটে আবারও পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে এবার স্পার্সদের পক্ষে। সনকে ডি বক্সের ভেতর ফাউল করে ফেলে দেন হল্ডিং। স্পট কিক থেকে দলকে প্রথমবারের মত এগিয়ে দেন হ্যারি কেইন। প্রথমার্ধে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে পচেত্তিনোর দল।
Advertisement
তবে দ্বিতীয়ার্ধেই যেন স্বরূপে ফেরে আর্সেনাল। ৫৮ মিনিটে এরন রামসির বাড়ানো বল থেকে দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান গ্যাবন স্ট্রাইকার অবেমায়েং। ৭৪ মিনিটে আবারও সেই রামসির বাড়ানো বলে আর্সেনালকে ম্যাচে দ্বিতীয়বারের মত এগিয়ে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার লাকাজেত।
কিছু বুঝে ওঠার আগে এর ঠিক তিন মিনিট পর উরুগুইয়ান ফুটবলার লুকাস তোরেয়ার গোলে ৪-২ গোলের ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। গোল করে তোরেয়ার জার্সি খুলে উদযাপনই বলে দিচ্ছে নর্থ লন্ডন ডার্বি জয়ের একমাত্র দাবিদার আর্সেনালই। এ জয়ের ফলে সবরকম প্রতিযোগিতায় টানা ১৯ ম্যাচ অপরাজিত রইলো আর্সেনাল।
আরআর/আরএস
Advertisement