ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিএসএস সম্মান পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৫ জন শিক্ষার্থী ‘সম্পাদক আবদুস সালাম ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন।
Advertisement
রোববার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় বাংলাদেশের প্রথম নারী ফটোসাংবাদিক সাইদা খানমকে অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েন।
সঞ্চালনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সাইদা খানমের জীবনালেখ্য পাঠ করেন সহকারী অধ্যাপক শবনম আযীম। ট্রাস্ট ফান্ড দাতা পরিবারের কয়েকজন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অধ্যাপক কাজী আব্দুল মান্নানের প্রবন্ধটি খুবই সময়োপযোগী।
Advertisement
তিনি বলেন, অনেক প্রতিকূলতা মোকাবেলা করে সাইদা খানমকে তার পেশাদারিত্ব রক্ষা করতে হয়েছে। পেশাগত জীবনে বর্তমান প্রজন্মকে গুণী সাংবাদিকদের আদর্শ অনুসরণ করতে হবে।
সম্পাদক আবদুস সালাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মনির উদ্দিন, দীপক চন্দ্র রায়, মো. রায়হান কবির, মো. মাহবুবুর রহমান ও মো. চুন্নু খান।
এমএইচ/এমআরএম/জেআইএম
Advertisement