দেশজুড়ে

ফেনীতে খালেদাসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ফেনীর তিনটি আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। রোববার মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

Advertisement

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী ও পরশুরাম) আসনে বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়া, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহাম্মদ মজুমদার, স্বতন্ত্র প্রার্থী আবুল বশর চৌধুরী ও মিজানুর রহমানের মনোনয়পত্র বাতিল করা করা। এ আসনে বৈধতা পেল ১০ প্রার্থী। অপরদিকে, ফেনী-২ (সদর) আসনে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে তাদের সবার মানোনয়ন বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা।

এদিকে, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপি প্রার্থী আবদুল লতিফ জনি, স্বতন্ত্র প্রার্থী রিন্টু অনোয়ার ও হাসান আহম্মেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ আসনে ১১ প্রার্থী নির্বাচনে অংশ নিতে আর কোনো বাঁধা নেই।

উল্লখ্য, পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর।

Advertisement

রাশেদুল হাসান/এমএএস/জেআইএম