জাতীয়

টঙ্গীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি

তাবলিগের দুই পক্ষের সাথীদের মধ্যে সংঘর্ষের মতো অপ্রীতিকর ও নির্মম ঘটনার বিচার দাবি করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।

Advertisement

আরও পড়ুন >> বিশ্ব ইজতেমা বানচালের পাঁয়তারা চলছে : আল্লামা শফী

আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের বক্তবে বলা হয়েছে, টঙ্গী ময়দান নিয়ে এমন নির্মম লড়াই কেউ কামনা করে না। ইসলাম কখনোই এ ধরনের লাঠালাঠি, মারমুখী তাবলিগের কাজ সমর্থন করে না। এটা কখনও তাবলিগের কাজই হতে পারে না।

অপ্রীতিকর ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে আল্লামা মাসউদ বলেন, টঙ্গীর ওই নির্মম হতাহতের ঘটনার সঙ্গে যে বা যারাই, যেই দল বা মতের লোকই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে।

Advertisement

শনিবার দিবাগত রাতে বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় অফিস খিলগাঁও থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসউদ এসব কথা বলেন।

‘তাবলীগের কাজ সরাসরি নবীওয়ালা কাজ’ উল্লেখ করে আল্লামা মাসউদ বলেন, আমাদের প্রিয় নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ওপর দাওয়াত ও তাবলিগের যে দায়িত্ব দিয়ে গেছেন তা পালনের এমন লাঠালাঠির তো কোনো সুযোগ নেই।

আরও পড়ুন >> টঙ্গীতে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

এ ধরনের জঘন্য অন্যায় ও অস্বাভাবিক প্রক্রিয়া কখনোই ইসলামের প্রচার ও প্রসারে ভূমিকা রাখবে না বরং ক্ষতি করবে। ক্ষতি হবে এ দেশের আলেম-উলমা ও দ্বীনদরদি মানুষের।

Advertisement

ধৈর্য ও সংযমের আহ্বান জানিয়ে আল্লামা মাসউদ বলেন, দ্বীনের দায়ীদের সবচেয়ে বেশি সহনশীল হতে হয়। ধৈর্য ও সংযমের এখনই সবচেয়ে বড় সময়। পারস্পরিক সংঘাতের মাধ্যমে ইলায়ে কালিমাতুল্লাহর কাজ সম্ভব নয়। হৃদ্যতা আর ভালোবাসার মাধ্যমেই জগতের মানুষকে আল্লাহর দিকে ডাকতে হয় বলেও তিনি মন্তব্য করেন।

এমএইচএম/এমএআর/জেআইএম