দেশজুড়ে

নওগাঁয় মনোননয়ন বাতিল ৯, প্রত্যাহার ১

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে মোট নয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া একজন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

Advertisement

মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলার ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজানুর রহমান।

যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে-

নওগাঁ-১ আসনের আবু হেনা মোস্তফা কামাল (এলডিপি/বিকল্পধারা), নওগাঁ-২ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক ড. ইঞ্জিনিয়ার আখতারুল আলম (স্বতন্ত্র), আব্দুর রউফ মান্নান (বিকল্পধারা), মতিবুল ইসলাম (স্বতন্ত্র)।

Advertisement

নওগাঁ-৪ আসনে আব্দুর রাকিব (স্বতন্ত্র) ও আফজাল হোসেন (স্বতন্ত্র)। নওগাঁ-৫ আসনে নওগাঁ পৌরসভা মেয়র আলহাজ্ব নজমুল হক সনি (বিএনপি) ও ইফতারুল আলম বকুল (জাপা) এবং নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন হেলাল (স্বতন্ত্র)।

নওগাঁ পৌরসভা মেয়র আলহাজ্ব নজমুল হক সনি মেয়র পদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে তাকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজানুর রহমান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এদিকে আলহাজ্ব নজমুল হক সনি আপিল করবেন বলে জানা গেছে।

এ ছাড়া নওগাঁ-৪ আসন থেকে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

Advertisement

আব্বাস আলী/এমবিআর/জেআইএম