কমিটির অনুমোদন ছাড়া হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ের অভিযোগ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।বুধবার সচিবালয়ে হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও অব্যবহৃত যন্ত্রপাতি সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে একথা বলেন তিনি।এ সময় যন্ত্রপাতির প্রয়োজন আছে কিনা তা যাচাই করে চাহিদা ও নীতিমালা অনুযায়ী ক্রয় করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমে হাসপাতালের অপ্রয়োজনীয় ও অব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে প্রতিবেদন প্রচারের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবার কাজে লাগে না এমন যন্ত্রপাতি নিয়ে অভিযোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের কোন প্রতিবেদন চোখে পড়ার সাথে সাথে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।তিনি বলেন, অনেক ক্ষেত্রে গণমাধ্যমে প্রচারিত অভিযোগের সত্যতা পাওয়া না তবে সত্যতা পাওয়া গেলে যখনই অভিযোগ প্রমাণিত হয় তখনই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মানুষের চিকিৎসা নিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতিকে সরকার প্রশ্রয় দিবে না। মন্ত্রী বরিশাল ও গোপালগঞ্জ সদর হাসপাতালের ডায়ালাইসিস মেশিন চালু করতে প্রয়োজনীয় জনবল প্রশিক্ষণের ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। সুনামগঞ্জ হাসপাতালের অ্যানেসথেশিয়া মেশিন চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি। যে সব হাসপাতালে অপ্রয়োজনীয় যন্ত্র পড়ে আছে সেগুলোকে প্রয়োজন আছে এমন হাসপাতালে স্থাপন করার জন্য দ্রুত ব্যবস্থা নিতেও নির্দেশ প্রদান করেন তিনি। সভায় প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হকসহ বিভিন্ন অধীনস্থ প্রতিষ্ঠান ও হাসপাতালের পরিচালক, বিভিন্ন জেলার সিভিল সার্জনসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এমইউ/এসকেডি/এমআরআই
Advertisement