আইন-আদালত

মান্নান দম্পতির বিরুদ্ধে অধিকতর শুনানি ২৬ ফেব্রুয়ারি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

Advertisement

রোববার (২ ডিসেম্বর) মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু ভাইয়ের মৃত্যুর কারণে তারা আজ আদালতে উপস্থিত হতে না পারায় সময়ের আবেদন করেন তাদের আইনজীবী।

ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ধার্য করেন। আদালতের পেশকার আরিফুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ২১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ চার হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এছাড়া তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক।

Advertisement

তদন্ত শেষে ২০১৫ সালের ১১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

জেএ/এমএমজেড/এমএস