দেশজুড়ে

ভূটানের প্রতিনিধি দলের ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন

ভূটানের একটি আইটি প্রতিনিধি দল মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন। বুধবার সকালে ভূটানের চার সদস্যের প্রতিনিধি দলটি মির্জাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল গোড়াকী গ্রামে অবস্থিত লতিফপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ডিজিটাল সেন্টার পরিদর্শনে আসেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এলআইএ এর প্রজেক্ট ম্যানেজার সুনাম তেনজিন। এসময় তার সফর সঙ্গী হিসেবে এলআইএ এর অলটারনেট প্রজেক্ট ডাইরেক্টর চেনচু, টেকনিক্যাল কো-অর্ডিনেটর সানজি চুদেন, অর্থ সম্মনয়কারী সানজি তেনজিন উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিনিধি দলের সাথে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা আইটি টেকনিশিয়ান মো. শাহ আলম, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, ইউনিয়ন পরিষদের আইটি টেকনিশিয়ান রুমা আক্তার, মো. ফরিদ হোসেন এবং ওই এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল ভূটান সরকারে পক্ষ থেকে লতিফপুর ইউনিয়ন পরিষদে একটি ডিজিটাল ছবি প্রিন্টার্স ও একটি ফটোকপি মেশিনসহ যাবতীয় সরঞ্জাম অনুদান দেয়ার ঘোষণা দেন। পরে প্রতিনিধি দল মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেন।এমএএস/এমআরআই

Advertisement