মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। ১৯৭১ সালের (২ ডিসেম্বর) এই দিনে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি।
Advertisement
দিবসটি উপলক্ষে এ বছর সাপ্তাহিক ছুটিসহ চারদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বেসরকারি চাকরিজীবীদের জন্য ছুটি থাকছে দুদিন- রোববার ও সোমবার।
এ উপলক্ষে আমিরাতজুড়ে সাজানো হয়েছে নানা রঙের ব্যানার-ফেস্টুনে। স্কুল-কলেজ, অফিস-আদালত, সুপার ও হাইপার মার্কেট সেজেছে নানা সাজে।
এছাড়াও বড় বড় শপিংমলে দিবসটি উপলক্ষে উৎসবের আমেজ লক্ষণীয়। মোটরর্যালি, বিমানমহড়া, ড্যান্সিং ঝরনা, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনে রঙ-বেরঙের সাজ আর আলোর ঝলকানি শোভা পাচ্ছে।
Advertisement
আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল কোয়াইনসহ আমিরাতের প্রধান প্রধান শহরের সড়কগুলো জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত ফোরটি সেভেন শোভা বাড়াচ্ছে আজ।
আমিরাতের বিভাগীয় শহরের কর্নেস পাড়ে শনিবার রাত ১২টার পর থেকে গাড়ির প্রদর্শনী দেখানো হচ্ছে। আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে ও আরব অধিবাসীদের উৎসাহ প্রদানের জন্য শহরের বিভিন্ন মহাসড়কে আমিরাতে অবস্থিত বিভিন্ন দেশের প্রবাসীসহ আরবে অভিবাসী পর্যটকদের ভিড় রয়েছে।
এদিকে ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় ও আমিরাতে অবস্থানরত সকল অভিবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আমিরাতের শাসকবৃন্দ।
বিএ/কেএইচ
Advertisement