দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তির যে ধারা চালু ছিল তা আস্তে আস্তে কমে অপরাধ প্রবণতা বেড়েছে। আর এতে আদালতে মামলার জট বাড়ছে। কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য বিকল্প ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া জোরদার করতে হবে।রাজধানীর একটি হোটেলে একটি আন্তর্জাতিক সম্মেলনে বুধবার এমন মতামত তুলে ধরা হয়। ‘রেস্টোরেটিভ জাস্টিস : ফোরাম ক্রাইম প্রিভেনশন টু কনফ্লিক্ট ট্রান্সফরমেশন’ শীর্ষক দু’দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, জিআইজেড এবং ডিএফআইডি।স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন- বাংলাদেশস্থ জার্মান অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফেরদিনানদ ভোন উয়েহি, ডিএফআডি’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারাহ কুক, জিআইজেড’র কান্ট্রি ডিরেক্টর তোবিয়াস বেককার প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিকল্প ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তি একটি অভিনব উদ্যোগ। যার মাধ্যমে অপরাধী ও অভিযোগকারীর মধ্যে দূরত্ব কমিয়ে এনে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তবে দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এই পদ্ধতি প্রয়োগ করতে হবে।তিনি বলেন, হাঙ্গেরি ও ফিলিপাইনের মিন্দানাও এ শান্তি প্রতিষ্ঠায় এবং কানাডার সংশোধন কেন্দ্রে এই প্রক্রিয়ার সুফল পাওয়া গেছে। এটি প্রয়োগের ফলে দেশের কারাগারগুলোতে বন্দীর সংখ্যাও হ্রাস পাবে। ফৌজদারী অপরাধসহ অন্যান্য বিরোধ নিষ্পত্তিতে এটি বিশেষ ভূমিকা রাখবে।বিশেষ অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের কারাগারগুলোর ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে।আদালতগুলোতে লাখ লাখ মামলার জট। এক্ষেত্রে বিকল্প ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তি বিশেষ ভূমিকা রাখতে পারে।তিনি বলেন, আদালতে মামলা দীর্ঘ দিন ধরে চলার কারণে গরীব মানুষকে নানাভাবে হয়রানি হতে হয়। অনেকেই আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হন। কিন্তু আদালতের বাইরে সালিশী বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে মামলার সংখ্যা ও কারাগারে বন্দীর সংখ্যা কমে আসবে।তিনি আরো বলেন, এই বিষয়টি বিশ্বের বিভিন্ন দেশে কার্যকর ভূমিকা রেখেছে। সরকারও বিষয়টি বিবেচনায় নিয়েছে। এই ব্যবস্থাকে কার্যকর করার মাধ্যমে অপরাধীদের সংশোধনের সুযোগ তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সম্মেলনে উত্থাপিত লিখিত বক্তব্যে বলা হয়, বিকল্প ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তি একটি অংশগ্রহণমূলক ও প্রতিস্থাপনমূলক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সমাজে সংঘটিত ক্ষতিকর ঘটনা নিষ্পত্তিতে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত, অভিযুক্ত ও কমিউনিটির সদস্য অংশগ্রহণ করেন। তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে ক্ষতিকর ঘটনার ন্যায্য নিষ্পত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছান। এই বিচারের লক্ষ্য অপরাধ প্রতিরোধ, পারস্পরিক যোগযোগ স্থাপন, ক্ষতিগ্রস্থকে সহায়তা প্রদান এবং সমাজে পুনঃভূক্তকরণ।এইচএস/আরএস/আরআইপি
Advertisement