বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
Advertisement
শনিবার (১ ডিসেম্বর) এক শোক বাণীতে বি. চৌধুরী বলেন, তারামন বিবি ছিলেন মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি। তার মৃত্যুতে জাতি এক কৃতী সন্তানকে হারালো। আমি তার রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বীরপ্রতীক তারামন বিবি দীর্ঘদিন থেকে ফুসফুস ও শ্বাস-প্রশ্বাস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এএস/এএইচ/জেআইএম
Advertisement