দেশজুড়ে

বাগেরহাটে আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ শুরু

বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের ২য় পর্যায়ের ১৯ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ কাজ শুরু হয়েছে। বুধবার সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ ডা. মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবুল কাশেম মোহাম্মদ নাহিন রেজা প্রমুখ।সড়ক বিভাগ সূত্রে জানা গেছ, সরকারি অর্থায়নে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে সাইনবোর্ড থেকে মোড়েলগঞ্জ পর্যন্ত ১৯ কি.মি সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে।  আগামী জুন মাসের মধ্যে এ নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাছে।  ২০০৭ সালে সুপার সাইক্লোন সিডরে সাইনবোর্ড থেকে বগী পর্যন্ত প্রায় ৫২ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্থ হয়।  পরবর্তীতে এই আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কল্পে একনেকে গত বছরের ২৩ সেপ্টেম্বর ১২৩ কোটি ৪৭ লক্ষ ৭৩ হাজার টাকা অনুমোদিত হয়।  মামলা সংক্রান্ত জটিলতায় ৫২ কিলোমিটার সড়কের ১৯ কিলোমিটারে দীর্ঘদিন কোনো কাজ না হওয়ায় চরম ভোগান্তির শিকার হয় কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলার প্রায় ৬ লক্ষ মানুষ।শওকত বাবু/এমএএস/আরআইপি

Advertisement