খেলাধুলা

১২৮ বছরের রেকর্ড ভাঙলেন সাকিব-মিরাজ

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনই কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ৫০৮ রানের পাহাড়সম সংগ্রহের জবাবে ২৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারিরা। পরের দিকে একটু প্রতিরোধ গড়লেও ম্যাচে বেশ খারাপ অবস্থায় আছে ক্যারিবীয়রা। নাম লিখিয়ে ফেলেছে অস্বস্তির এক রেকর্ডেও।

Advertisement

ব্যাটিং বিপর্যয় ক্রিকেটের অংশ। তবে টেস্টের মতো ঐতিহ্যবাহী ফরমেটে শীর্ষ ৫ ব্যাটসম্যানকেই বোল্ড হতে দেখেছেন কখনও? যারা মনে করতে চাইছেন, ক্ষান্তি দিন। দেখার প্রশ্নই উঠে না। এমন ঘটনা তো শেষবার ঘটেছিল ১২৮ বছর আগে!

এবার এমন রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের বোলাররা। আলাদা করে বললে দুই স্পিনার সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ। আজ মিরপুরে ক্যারিবীয় ইনিংসের শীর্ষ ৫ ব্যাটসম্যানই যে বোল্ড হয়েছেন তাদের ঘূর্ণিতে। এর মধ্যে মিরাজ নিয়েছেন ৩ উইকেট, সাকিব ২টি।

টেস্ট ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে তৃতীয়বার। শেষবার ঘটেছিল ১৮৯০ সালে। প্রথমবার ১৮৭৯-তে। ১২৮ বছর পর বিশ্ব ক্রিকেট কোনো দলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকেই বোল্ড হতে দেখল।

Advertisement

এর মধ্যে আবার একটি দিক দিয়ে আগের দুই ঘটনাকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এর আগে কখনই শুধু স্পিনাররা প্রতিপক্ষের শীর্ষ ৫ ব্যাটসম্যানকে বোল্ড করেননি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশই প্রথম ঘটালো এমন 'দুর্ঘটনা'।

এমএমআর/জেআইএম