যশোরে সন্ত্রাসীদের হামলায় জাহিদুল কবির মিল্টন নামে এক সাংবাদিক আহত হয়েছেন। বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে। পরে শহরের জেলা রেজিস্ট্রি অফিসের সামনে থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সাংবাদিক মিল্টন যশোর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক। এ ঘটনার প্রতিবাদে প্রেসক্লাবের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা।হাসপাতালে চিকিৎসাধীন মিল্টন জানান, বুধবার দুপুরের দিকে শহরের পোস্ট অফিস মোড়ে সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে পুরাতন কসবা এলাকার রাজসহ ২০/২৫ জন সন্ত্রাসী তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। নির্যাতনের পর তাকে আহত অবস্থায় স্থানীয়রা জেলা রেজিস্ট্রি অফিসের সামনে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তার মাথা ও মুখমণ্ডলে আঘাত করা হয়েছে। এসময় সন্ত্রাসীরা তার কাছে থাকা পাঁচ হাজার টাকা, মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে। এঘটনার প্রতিবাদে প্রেসক্লাব যশোরের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা।যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। মিলন রহমান/এমএএস/এমআরআই
Advertisement