বিলবোর্ড ম্যাগাজিনের ২০১৪ সালের ‘ওমেন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। গত বছর সাফল্য, নেতৃত্ব ও নতুনত্ব দিয়ে গোটা মিউজিক ইন্ডাস্ট্রিকে অনুপ্রাণিত করেছে টেইলর। সাফল্যের ধারাবাহিকতায় ২য় বারের মতো এ সম্মান অর্জন করেন তিনি।
Advertisement
ইঅনলাইন ডটকমে গগেনহেম মিডিয়ার বিনোদন গ্রুপের সহ-সভাপতি এবং প্রধান সৃজনশীল কর্মকর্তা জেনিক মিন বলেন, প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের মধ্যে টেইলর অন্যতম। বিলবোর্ড চার্টে তার অবিশ্বাস্য সাফল্যই দেখা যায়।
তিনি জানান, ২০০৬ সালে বিলবোর্ডের ১০০ জনের তালিকায় ৬০ তম হিসেবে স্থান পান টেইলর। সাফাল্যের ধারাবাহিকতায় তাকে এ সম্মান অর্জন করতে সাহায্য করেছে।
আগামী ১২ ডিসেম্বর নিউইয়র্কে মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিলবোর্ড ওমেনের পুরস্কারটি গ্রহন করবেন টেইলর সুইফট। -ইন্ডিয়া টাইমস
Advertisement