ব্যাটসম্যানরা সবাই কম বেশি রান পেয়েছেন। তবে সেট হয়ে আউট হয়েছেন বেশ কজন। তার মধ্যেও কয়েকটি জুটি হয়েছে। শেষ সেশনে সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহর প্রতিরোধে তো ম্যাচে এখন মোটামুটি ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। দ্বিতীয় দিনে এই পুঁজিটা কোথায় নিয়ে ঠেকানোর লক্ষ্য, প্রথম ইনিংসে কত রান নিরাপদ হবে স্বাগতিকদের জন্য?
Advertisement
চারশ বা পাঁচশ হলেই হবে, বাংলাদেশ দল অবশ্য এমন কোনো লক্ষ্য ঠিক করে রাখেনি। প্রথম দিন শেষে দলের প্রতিনিধি হয়ে আসা সাদমান ইসলাম জানালেন, যতটুকু সম্ভব পুঁজি বড় করার দিকেই মনোযোগ থাকবে তাদের।
টেস্ট ক্রিকেটের বড় জুটি বলতে যা বোঝায়, মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েও সেটির দেখা পায়নি বাংলাদেশ। সৌম্য সরকার আর অভিষিক্ত সাদমান ওপেনিং জুটিতে ৪২ রান, মোহাম্মদ মিঠুনকে নিয়ে তৃতীয় উইকেটে সাদমানের ৬৪-এর পর শেষ সেশনে সাকিব-মাহমুদউল্লাহ অবিচ্ছিন্ন ৬৯ রানে। এখন পর্যন্ত ষষ্ঠ উইকেট জুটিটাই সর্বোচ্চ।
বাংলাদেশের সমর্থকরা আশা করছেন, সাকিব-মাহমুদউল্লাহর এই জুটি বাড়বে। এরপর স্বীকৃত ব্যাটসম্যানের মধ্যে আছেন লিটন দাস আর মেহেদী হাসান মিরাজ। সাদমানের তো বিশ্বাস, পরেও আরও বড় জুটি হবে।
Advertisement
টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তকে সঠিকই মনে করছেন তিনি, ‘টস জেতার পর আমরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পরিকল্পনা ছিল বড় জুটির। হয়তো আমাদের একটা বড় জুটি হয়েছে সাকিব ভাই আর রিয়াদ ভাইয়ের। হয়তো কালকে...ম্যাচ তো এখনও রয়ে গেছে বাকিটা। কালকে আরও বড় জুটি হবে। যে রকম আমাদের পরিকল্পনা ছিল, সেটা সাকসেস হবে ইনশাআল্লাহ।’
সাদমান মনে করছেন, ম্যাচে বাংলাদেশ এখন বেশ ভালো অবস্থানেই আছে। অভিষিক্ত এই ওপেনারের ভাষায়, ‘বাংলাদেশের অবস্থা আজকে অনেক ভালো আছে। কালকে আমাদের পুরো দিন বাকি আছে। চেষ্টা করবো আমাদের দলের যেই পরিকল্পনা (সেভাবে খেলার)। হয়তো কাল আল্লাহ আরও ভালো কিছু করে দেবেন।’
এই টেস্টে বিশেষজ্ঞ পেসার ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। আছেন চার স্পিনার-সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম আর গত টেস্টে বল হাতে আলো ছড়ানো নাঈম হাসান। বোর্ডে কত রান হলে এই স্পিনারদের উপর ভরসা রাখা যাবে? এমন প্রশ্নে সাদমানের জবাব, ‘এরকম কোনো আমরা পরিকল্পনা রাখি না যে রান করতো হলে নিরাপদ। যতটুকু আমাদের ব্যাটসম্যানরা লম্বা করে দিতে পারেন, সেটাই আমাদের পরিকল্পনা। যতটুকু সম্ভব লম্বা করা যায়।’
এমএমআর/পিআর
Advertisement