আন্তর্জাতিক

বিয়েতে কাঁদছে বর, হাসি থামাতে পারছেন না নববধূ

বিয়েতে কাঁদছে বর, হাসি থামাতে পারছেন না নববধূ

বিয়ে করে অন্যের বাড়িতে যেতে হয় মেয়েদের। চির আপন বাবার বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হয় সারা জীবনের জন্য। এটা নববধূর জন্য সত্যিই খুব কষ্টের। সে কারণেই বিয়ের দিন বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় মেয়েদের কান্না যেন থামতেই চায় না। কিন্তু এবার এর ব্যতিক্রম ঘটনা ঘটল।

Advertisement

ঘরের মেয়ে পরের ঘরে যাচ্ছে, স্বাভাবিক ভাবেই অশ্রুস্নাত পুরো পরিবার। নববধূর চোখের কোনেও অশ্রু। এরই মধ্যে হাউমাউ করে কান্না জুড়ে দিয়েছেন বর। রুমাল দিয়ে মুখ ঢেকে সে কি কান্না তার। সেই দৃশ্য যে ভিডিও হচ্ছে সে খেয়াল ছিল না তার।

একটা সময় কান্না থামাতে বরকে সান্ত্বনাও দিতে দেখা যায় নববধূকে। যদিও তাতে কাজ হয়নি। সদ্য বিবাহিত স্ত্রীর হাত সরিয়ে দেন স্বামী। কিছুতেই কান্না থামেনি বরের। স্বামীর এমন কান্না দেখে তো হেসেই ফেলেন স্ত্রী। গোটা ঘটনাটাই ক্যামেরাবন্দি করে রেখেছিলেন প্রতিবেশীরা। সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।

টিটিএন/এমএস

Advertisement