সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সব ধরণের সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমাণও। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। বুধবার দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৫টির দাম বেড়েছে, কমেছে ১১৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৮১৬ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৮ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৯ পয়েন্টে অবস্থান করছে। টাকায় লেনদেন হয়েছে ৫৫০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ২২ কোটি টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ৫২৮ কোটি টাকা।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৮৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪২৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করছে।এ দিন সিএসইতে মোট ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৯৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৬ কোটি ২৭ লাখ টাকা।এসআই/এসকেডি/আরআইপি
Advertisement