তথ্যপ্রযুক্তি

বাংলালিংকের ‘কর্পোরেট কিডস কার্নিভাল’

সম্প্রতি ঢাকার বসুন্ধরা কনভেনশন হলে বাংলালিংক আয়োজন করে চমৎকার এক ‘কর্পোরেট কিডস কার্নিভাল’ অনুষ্ঠান। যেখানে প্রায় ৮০০ শিশু উপস্থিত ছিল। এই অনুষ্ঠান কেবলমাত্র বাংলালিংকের কর্পোরেট গ্রাহকদের জন্য আয়োজন করা হয়। এই কার্নিভালের থিম ছিল ‘সার্কাস’ এবং কার্নিভ্যালের প্রবেশগেট, স্টেজ এবং খেলা’র বিভিন্ন বুথ শিশুদের মাঝে আনন্দ ও উৎসবের পরিবেশ তৈরি করে।এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল সকল কর্পোরেট গ্রাহকদের সাথে একত্র হয়ে আনন্দ করা। উৎসবে সব বয়সী শিশুদের জন্য ছিল বিভিন্ন ধরনের কর্মসূচি। এছাড়াও একটি চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে অনেক শিশু’র সরব উপস্থিতি ছিল এবং বিজয়ীদের প্রত্যেকেই পুরস্কার হিসেবে বাংলালিংক ক্রেস্ট দেওয়া হয়।বাংলালিংকের হেড অব বিটুবি সেলস, নাসের ইউসুফ বলেন, ‘বাবা-মায়ের কাছে শিশুরাই সবকিছু এবং এই উৎসব আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, শিশুদের জন্য আয়োজিত এই আকর্ষণের সব-ই তারা আনন্দের সঙ্গে উপভোগ করেছে।’ নতুন কিছু করার প্রত্যয়ে শিশুদের নিয়ে এ ধরনের একটি বর্ণাঢ্য উৎসব বাংলালিংক-ই প্রথম আয়োজন করেছে বাংলাদেশে। নেদারল্যান্ডস ভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক হলো বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর; যাদের ৩০ মিলিয়ন বা ৩ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। এসএইচএস/এমআরআই

Advertisement