শিক্ষা

এসএসসি পাস সাড়ে ১০ হাজার শিক্ষার্থী বৃত্তি তালিকায়

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ১০ হাজার বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

Advertisement

জানা গেছে, ২০১৮ সালে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ ও ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি দেয়া হবে।

মাউশির কর্মকর্তারা জানান, মেধাবৃত্তি প্রাপ্ত ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মাসিক ৮২৫ টাকা এবং এককালীন বাৎসরিক ১ হাজার ৮০০ টাকা দেয়া হবে। এ ছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৯ হাজার ৩৭৫ জনকে মাসিক ৩৭৫ টাকা এবং এককালীন বাৎসরিক ৭৫০ টাকা দেয়া হবে।

গত ২৯ আগস্ট রাজস্ব খাতভুক্ত বৃত্তি প্রদানে এইচএসসি উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য চেয়ে বোর্ডগুলোকে চিঠি দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। বোর্ড থেকে পাওয়া এসব শিক্ষার্থীদের তথ্যের ভিত্তিতে এ সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর।

Advertisement

জানা গেছে, মেধা বৃত্তিপ্রাপ্ত ১ হাজার ১২৫ শিক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডের ৫৬৮ জন, রাজশাহী বোর্ডের ১৭৯, কুমিল্লা বোর্ডের ৪১, সিলেট বোর্ডের ৩৭, বরিশাল বোর্ডের ২৮, যশোর বোর্ডের ১০২, চট্টগ্রাম বোর্ডের ৭০ এবং দিনাজপুর বোর্ডের ১০০ এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছেন।

অপরদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৯ হাজার ৩৭৫ জনের মধ্যে ঢাকা বোর্ডে ৩ হাজার ৩৬০ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ২৯২, কুমিল্লা বোর্ডে ৮৪৩, সিলেট বোর্ডে ৬০৬, বরিশাল বোর্ডে ৫৮৭, যশোর বোর্ডে ৯১৯, চট্টগ্রাম বোর্ডে ৮০০ এবং দিনাজপুর বোর্ডে ৯৬৮ জন এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে।

এমএইচএম/এনডিএস/জেআইএম

Advertisement